ওয়েস্ট পোর্ট থানার অন্তর্গত গার্ডেনরিচ সার্কুলার রোডের উপর একটি কয়লা বোঝাই ট্রাকে হঠাৎ করে আগুন ধরে যায়। গাড়িটি ওয়েট মাপার জন্য একটি কাটা ব্রিজের সামনে দাঁড়িয়ে ছিল। হঠাৎ করেই ড্রাইভার দেখে কয়লা বোঝাই ট্রাকের উপর যে ত্রিপল ঢাকা ছিল সেটা থেকে ধোঁয়া বেরোচ্ছে। তারপর খালাসিকে বলে ওটা সরিয়ে দেখতে কেন ধোঁয়া বেরোচ্ছে, ত্রিপল সরাতেই দাউদাউ করে আগুন ধরে ওঠে কয়লার মধ্যে। এরপর সামনে ট্রাফিক বুথে পুলিশকে এবং দমকলে খবর দেওয়া হয় ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন ও পুলিশ আসে। দমকলের 30 মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
কি কারনে এই কয়লা বোঝাই ট্রাকটিতে আগুন লাগলো সেটা জানা যায়নি, কিন্তু ড্রাইভারের প্রাথমিক অনুমান কয়লার চাপে এই গরমের মধ্যে আগুন লেগে যেতে পারে।