মালদা- রবিবার 50 বিধানসভা কেন্দ্রের সংযুক্ত মোচার কংগ্রেস প্রার্থী ভূপেন্দ্রনাথ হালদার এর সমর্থনে জনসভায় করতে আছেস, প্রদেশ কংগ্রেস অধীর রঞ্জন চৌধুরী। এদিন দুপুর ২টা৪৫নাগাদ মোহনবাগানের মাঠে হেলিপেঠ হেলিকপ্টার নামে তারপর সেখান থেকে গাড়িতে করে আইহো ফুটবল মাঠে সভা করেন অধীর রঞ্জন চৌধুরী। কিন্তু ফাঁকা মাঠে জনসভা সারলেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরি। রবিবার মালদা বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী ভূপেন্দ্রনাথ হালদারের সমর্থনে প্রচারে আসেন। সংশ্লিষ্ট আইহো ফুটবল মাঠে এদিন জনসভার আয়োজন করা হয়। হেলিকপ্টারে আসেন তিনি। কার্যত ফাঁকা মাঠের কথা স্বীকার করে নিয়ে তিনি বলেন, ‘এমনিতে চলছে করোনা আবহ। তার মধ্যে চলছে রমজান মাস। পাল্লা দিয়ে তীব্র গরম। তার মধ্যে নির্বচন কমিশন সময় বেঁধে দিয়েছে। এর পরেও মানুষ এসেছে জনসভায়।’ তিনি ভূপেন্দ্রনাথ হালদারের সমর্থনে মানুষের কাছে ভোট চেয়ে বলেন, ‘এলাকায় অন্যায়, হিংসা দেখলেই প্রতিবাদ নামে এখানকার বিদায়ী বিধায়ক। তিনি এলাকার মানুষের বিশ্বাস। তাই তাঁকে আবার ভোটে জিতিয়ে আনতে হবে আপনাদের।’
Related Posts
ইভিএম ব্যবহারের নিয়মে বদল আনল নির্বাচন কমিশন
সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ইভিএম ব্যবহারের নিয়মে বদল আনল নির্বাচন কমিশন। লোকসভা নির্বাচন চলাকালীনই সুপ্রিম কোর্টে ইভিএমের ভোটের সঙ্গে ভিভিপ্যাট…
চলতি সপ্তাহে বহাল থাকবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত
বৃষ্টির কারণে আজ ও কাল তাপমাত্রা কিছুটা কমবে। তবে ১৮ তারিখ থেকে আবার তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে মাঝারি বৃষ্টি চলবে।…
বিদ্যুৎ দপ্তর এর গাফিলতিতে বিদ্যুৎপৃষ্ট হয়ে এক প্রৌঢ়ের মৃত্যু অভিযোগ এলাকাবাসীদের
মালদা,:- বিদ্যুৎ দপ্তর এর গাফিলতিতে বিদ্যুৎপৃষ্ট হয়ে এক প্রৌঢ়ের মৃত্যু অভিযোগ এলাকাবাসীর। ঘটনাটি ঘটেবৃহস্পতিবার সকালে মালদহের মোথাবাড়ি থানার সারাফতটোলা এলাকায়।প্রৌঢ়ের…