প্যাচপ্যাচে গরমের অস্বস্তি থেকে নিস্তার নেই আজও | আজ সকাল থেকেই আকাশ মেঘলা | তবে বেলা বাড়ার সাথে সাথে মিলেছে রোদের তেজ | বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় বাড়ছে অস্বস্তি | উত্তরবঙ্গের বৃষ্টি চললেও দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশ করতে পারে শনিবারের মধ্যে |
উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে বলে জানা গেছে | বুধবার থেকে ভারী ও অতি ভারী বৃষ্টির সর্তকতা রয়েছে জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার জেলায় | ভারী বৃষ্টি হবে দার্জিলিং কালিম্পং দিনাজপুর জেলায় | বৃহস্পতিবার এর মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকতে পারে বলে আবহাওয়া দফতরের পূর্বাভাস | তারপর থেকেই কমবে তাপমাত্রা |
আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 28 ডিগ্রী সেলসিয়াস | সর্বোচ্চ তাপমাত্রা 34.6 ডিগ্রী সেলসিয়াস | বাতাসের আপেক্ষিক আদ্রতার পরিমাণ 95 শতাংশ |