পেট্রোলের সাথে কেরসিন মেসানোর অভিযোগে পেট্রোল পাম্প ভাংচুর। ঘটনা দক্ষিন দিনাজপুর জেলার বালুরঘাটের একটি নামী পেট্রলপাম্প বিরুদ্ধে ডিজেল ও পেট্রোলের মধ্যে কেরোসিন মিশিয়ে বিক্রির অভিযোগ তুলে বিক্ষোভ দেখাছেন শতাধিক গাড়ি চালাচ্ছেন গাড়ির চালক থেকে উত্তেজিত জনতা। পেট্রোল পাম্পেই কেনা তেল ফেলে বিক্ষোভ দেখায় উত্তেজিত জনতা। এই ঘটনার প্রতিবাদে বালুরঘাট পৌরসভার বিশ্বাসপাড়া এলাকায় পৌরসভার রাস্তার উপর অটো লাগিয়ে অবরোধ করে বিক্ষোভ দেখায় বিক্ষোভকারীরা। তাদের দাবি অবিলম্বে এনিয়ে ব্যবস্থা নিতে হবে জেলা প্রশাসনকে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে জেলা আঞ্চলিক পরিবহন দপ্তরের আধিকারিক অমিয় কুন্ডুর। পুরো বিষয়টি তিনি খতিয়ে দেখার আশ্বাস দেন। অন্যদিকে একই ঘটনা ঘটে বুনিয়াদপুরের একটি নামী পাম্পের বিরুদ্ধ সেখানেও একই দাবিতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় শতাধিক গাড়ির চালক থেকে উত্তেজিত জনতা।
Related Posts
রেলওয়ে সুরক্ষা প্রকল্পে বাড়লো অনুমোদন অর্থের পরিমাণ
রেলওয়ে সুরক্ষা প্রকল্পের আওতায় বাংলার তিনটি প্রকল্পের জন্য প্রায় সাড়ে চার হাজার কোটি টাকা অনুমোদন করল রেলওয়ে বোর্ড। দক্ষিণ-পূর্ব জোনের…
ছজনের ডাকাতদল কে গ্রেফতার করল মোথাবাড়ি থানার পুলিশ
ছজনের ডাকাতদল কে গ্রেফতার করল মোথাবাড়ি থানার পুলিশ। গোপন সূত্রের খবর পেয়ে ভগবতীপুর কালুয়া টোলা এসএসকে স্কুল প্রাঙ্গণে ছুটে যায়…
গ্রেপ্তার এনামুল হক
গত কয়েকদিন আগেই গরু পাচার কান্ড জেরার জন্য তলব করা হয়েছিল করেছিল অভিনেতা দেবকে | গরু পাচার কাণ্ডে সিবিআই এর…