গার্ডেনরিচে উদ্ধার যকের ধন

গার্ডেনরিচে উদ্ধার যকের ধন | ব্যবসায়ী নিসার খানের বাড়ি থেকে পাঁচ টি ট্রাঙ্ক বোঝায় টাকা উদ্ধার করে ইডি | এখনো পর্যন্ত মোট ১৭ কোটি টাকা উদ্ধার করা হয়েছে । সঙ্গে রয়েছে সোনার বেশ কিছু গহনা ও নথিপত্র |

এদিন সকাল সাড়ে আটটা নাগাদ কলকাতা শহরের মোট ছটি জায়গায় তল্লাশি চালায় ইডি | এরপরই গার্ডেনরিচে ব্যবসায়ী নিসার খানের বাড়িতে পৌঁছায় তারা | সেখান থেকে উদ্ধার করা হয় সিন্দুক ভর্তি টাকা । তবে জানা গিয়েছে টাকার উৎস সম্পর্কে এখনো কোন সঠিক তথ্য জানা যায়নি । সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে উদ্ধার হওয়া টাকার পরিমান | ইডির তরফ থেকে জানানো হয়েছে, মোবাইলে একটি গেম অ্যাপ চালু করেছিলেন ব্যবসায়ী নিসার খান খানের ছেলে আমির | সেই অ্যাপের মাধ্যমে টাকা বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছিল | এই থেকেই রোজগার হয় বহু কোটি টাকা |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *