প্রকাশ পেল কর্ণসুবর্ণের গুপ্তধন’ এর ট্রেলার

আসছে কর্ণসুবর্ণের গুপ্তধন | ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় আবারও একই সাথে দেখা যাবে আবির চট্টোপাধ্যায়, অর্জুন চক্রবর্তী এবং ইশা সাহাকে | পুজোর আগে বড় পর্দায় মুক্তি পাবে কর্ণসুবনের গুপ্তধন |

রবিবার সল্টলেকে সিটি সেন্টারে প্রকাশ করা হল ছবি ট্রেলার | গুপ্তধনের সন্ধানের মাধ্যমে শুরু করেছিলেন পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায় | এরপর রহস্যে ভরা দুর্গেশগড়ের গুপ্তধন মন জিতে নেয় সিনেমা প্রেমীদের | গল্পে রয়েছে একাধিক রহস্য | কর্ণসুবর্ণের গুপ্তধন খুঁজতে মরিয়া এই তিন মূর্তি |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *