২০১৭ সালের রাইস মুক্তি পাওয়ার পর, প্রচারে সারা দেশ ঘুরে বেড়াচ্ছেন শাহরুখ খান | একবার ছবি প্রচারে গুজরাট গিয়েছিলেন তিনি | সেখানে লোকাল ট্রেনে চেপে প্রচার চালাচ্ছিলেন শাহরুখ খান | সেই সময় সুপারস্টারকে দেখার জন্য বরোদা স্টেশনে হাজির ছিলেন প্রায় কয়েক হাজার ভক্ত | আর সেই ভিড়ের মাঝে পদপৃষ্ঠ হয়ে মৃত্যু ঘটে এক ব্যক্তির | এই ঘটনায় কাঠগোড়ায় দাঁড় করানো হয় সুপারস্টারকে |
সে বিষয়ে এবার সুপ্রিম কোর্টের এই মামলা থেকে স্বস্তি পেলেন শাহরুখ খান । গুজরাট হাইকোর্ট সেই মামলা বাতিল করে দেওয়ার পর, মামলাকারীরা আবেদন করেন সুপ্রিম কোর্টে | আপাতত সেই মামলা থেকে রেহাই পেলেন শাহরুখ খান |