আপাতত দু সপ্তাহ রক্ষাকবচের মেয়াদ বাড়লো মানিক ভট্টাচার্যের | দুর্গা পুজোর জন্য আজ থেকে দু সপ্তাহ বন্ধ সুপ্রিম কোর্ট | তাই রায় ঘোষণা আপাতত স্থগিত |
প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলার শুনানি শেষ শীর্ষ আদালতে | তবে রায় ঘোষণা না হওয়া পর্যন্ত মানিক ভট্টাচার্যের রক্ষাকবচ বহাল রাখল সুপ্রিম কোর্ট | এদিন মানিক ভট্টাচার্যের আইনজীবী সুপ্রিম কোর্টে জানায়, “প্রয়োজনে প্রতিদিন সিবিআই তদন্তের সম্মুখীন হবেন তার মক্কেল | তদন্তে সহযোগিতা করবেন | সুপ্রিম কোর্ট রক্ষাকবচের মেয়াদ বাড়াক” | এরপরই সাওয়ালের জবাবের পর মানিক ভট্টাচার্যের রক্ষাকবচের মেয়াদ বাড়াল সুপ্রিম কোর্ট |