আজ পঞ্চমী | কাল থেকে শুরু দেবীর আরাধনা | উৎসবের মেজাজে মেতে রয়েছেন বঙ্গবাসী | চতুর্থী থেকে বিভিন্ন পূজা মন্ডপে নেমেছেন দর্শনার্থীদের ঢল । কিন্তু তার মধ্যে প্রশ্ন একটাই | পুজোতে কি বৃষ্টি হতে পারে? তবে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, ষষ্ঠী থেকে সপ্তমী বৃষ্টি মাথায় করে ঘুরতে হবে প্যান্ডেলে | তবে চলতে সপ্তাহে নেই বৃষ্টির পূর্বাভাস ।
পুজোর আগে গুণাবর্তের পূর্বাভাস | সেই ঘূর্ণাবর্ত ঝরে পরিণত হতে পারে বলে জানায় আলিপুর আবহাওয়া দপ্তর | তবে পরিস্থিতির উপর নজর রাখছেন আবহাওয়াবিদরা | পুজোর আগে উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা | দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টি কম হলেও বাড়বে তাপমাত্রা বজায় থাকবে অস্বস্তিকার গরম |
আজ কলকাতার তাপমাত্রা সর্বনিম্ন 27 ডিগ্রী সেলসিয়াস | সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রী সেলসিয়াস | বাতাসের আপেক্ষিক আদ্রতার পরিমাণ 91 শতাংশ |