আজ থেকে ফের দফা দফায় বৃষ্টির পূর্বাভাস দিল আলীপুর আবহাওয়া দপ্তর | বঙ্গোপসাগরে তৈরি হাওয়া নিম্নচাপের জেরে কলকাতা শহর দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে | অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে চার জেলায় | উপকূলবর্তী এলাকায় ৪৫ কিমি বেগে ঝড়ো হাওয়া বইতে পারে বলে পূর্বাভাস |
আজ সকাল থেকে রোদের দেখা মিললেও দুপুরের দিকে বৃষ্টিতে ভিজেছে কলকাতা ও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা | তবে বৃষ্টিপাতের জেরে তাপমাত্রার কোন পরিবর্তন হবে না বলেই জানা গিয়েছে |
আজ কলকাতার তাপমাত্রা সর্বনিম্ন 28 ডিগ্রী সেলসিয়াস | সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রী সেলসিয়াস | বাতাসের আপেক্ষিক আদ্রতার পরিমাণ 91 শতাংশ |