দেশজুড়ে করোনা পরিস্থিতি বৃদ্ধির সাথে সাথে। দক্ষিণ দিনাজপুর জেলা তথা বালুরঘাট শহরও করোনার সংকট চলছে। এমত অবস্থায় কোন রোগীর মৃত্যু ঘটলে করোনা রোগীর মৃতদেহ যাতে বালুরঘাট খিদিরপুর শ্মশানে পোড়ানো না হয় সেই দাবি তুলেছে এলাকাবাসী। এলাকাবাসীর দাবি শ্মশানটি ঘনবসতিপূর্ণ এলাকায় হাওয়ায় করোনার সংক্রমণ ছড়িয়ে যেতে পারে এলাকায় বলে মনে করে । তারা প্রশাসনের কাছে আর্জি জানিয়েছেন যে করোনার কারণে কারো মৃত্যু ঘটলে তার মৃতদেহ যাতে খিদিরপুর শ্মশানে না পোড়ানো হয়। এই আরজি মেনে আজ খিদিরপুর শ্মশান এলায় জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক, বালুরঘাট পৌরসভার আধিকারিকরা এলাকাবাসীর সাথে একটি আলোচনা সভায় বসেন। সেই আলোচনার সময় নানা বৈজ্ঞানিক ব্যাখ্যা দেন আধিকারিকেরা। তবুও এলাকাবাসীর দাবি শ্মশানে করোনার কারণে মৃত ব্যক্তির মৃতদেহ এই শ্মশানে পড়ানো যাবে না। এলাকাবাসীর দাবি শোনার পর প্রশাসনিক আধিকারিকরা তাদের বার্তা জেলা শাসকের কাছে পৌঁছে দেবেন বলে এলাকাবাসীকে জানিয়েছেন। এখন দেখার বিষয় জেলাশাসক কি সিদ্ধান্ত নেন।
Related Posts
আগামী 27 শে ফেব্রুয়ারি পুরসভার নির্বাচন
আগামী 27 শে ফেব্রুয়ারি 108 পুরসভার নির্বাচন রয়েছে | তার মধ্যে অন্যতম পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি | এই মহকুমা অঞ্চল…
সেফ ড্রাইভ সেফ লাইফ স্লোগানকে হাতিয়ার করে বাইক চালিয়ে লাদাখ পাড়ি দিলো উত্তরবঙ্গের ৫ দামাল যুবক
পথ দুর্ঘটনা কমাতে সেফ ড্রাইভ সেফ লাইফ স্লোগানকে হাতিয়ার করে ৭৫০০ কিলোমিটার পথ রয়াল এনফিল্ড বাইক চালিয়ে পাড়ি দিলো উত্তরবঙ্গের…
রাতের অন্ধকারে ট্রলি তে করে পাচার হচ্ছিল বালি বজরি
রাতের অন্ধকারে ট্রলি তে করে পাচার হচ্ছিল বালি বজরি।গোপন সূত্রে খবর পেয়ে অভিযানে নামে মেটেলি থানার পুলিশ।বজরি ও বোল্ডার ভর্তি…