গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর অবস্থান করছে গভীর নিম্নচাপ

চলতি সপ্তাহেই ফের ভারী বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। আবহাওয়া আপডেট দিল আলিপুর আবহাওয়া দফতর। নতুন করে নিম্নচাপের আশঙ্কা! মধ্য মায়ানমারে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্ত পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোবে। আগামী দু’দিনে তা নিম্নচাপের রূপ নিয়ে বাংলাদেশ উপকূল ও সংলগ্ন পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করবে। এর প্রভাবে সমুদ্র উত্তাল হবে। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলে সমুদ্রে ৩৫ থেকে ৫৫ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। এর প্রভাবে শুক্র ও শনিবার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা |

আবহাওয়ার সর্বশেষ রিপোর্ট বলছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর অবস্থান করছে একটি গভীর নিম্নচাপ, বর্তমানে কলকাতা থেকে প্রায় ৬০ কিলোমিটার পশ্চিমে, বাঁকুড়া থেকে ১১০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে, জামশেদপুর থেকে ১৭০ কিলোমিটার পূর্বে এবং রাঁচির ২৭০ কিলোমিটার পূর্ব-দক্ষিণপূর্বে অবস্থিত এই নিম্নচাপটি। আগামিকাল মঙ্গলবার থেকে আবহাওয়ার কিছুটা উন্নতি হবে দক্ষিণবঙ্গে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *