ভারতের প্রথম মহিলা শুটার হিসেবে প্যারিস অলিম্পিক্সে পদক জিতে ইতিহাস তৈরি করেছেন মনু ভাকের। তাঁর হাত ধরেই প্যারিসে খুলেছে ভারতের পদকের খাতা। মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ জিতেছেন মনু ভাকের। এই ঐতিহাসিক সাফল্যের পর মনু ভাকেররে শুভেচ্ছা জানিয়েছেন আইওসি মেম্বার তথা রিলায়েন্স ফাউন্ডেশনের চেয়ার পার্সেন নীতা আম্বানি।
মনু ভাকেরকে শুভেচ্ছা জানিয়ে নীতা আম্বানি জানিয়েছেন, “একটি অবিশ্বাস্য মুহূর্ত! আমাদের সর্বকনিষ্ঠ মহিলা শুটার প্যারিস ২০২৪ অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতে ভারতের পদক তালিকার সূচনা করেছে। অভিনন্দন, মনু ভাকের! অলিম্পিক্সে ১০ মিটার এয়ার পিস্তলে জয়ী প্রথম ভারতীয় মহিলা এবং আমাদের সর্বকনিষ্ঠ ভারতীয় শুটার হিসাবে আপনি ইতিহাস তৈরি করেছেন। আমি নিশ্চিত আপনার আজকের সাফল্য ভারত জুড়ে তরুণ ক্রীড়াবিদদের বড় স্বপ্ন দেখতে এবং তাদের সব কিছু দিতে অনুপ্রাণিত করবে। ভারতের পতাকা এইভাবে শীর্ষে রাখুন। গো ইন্ডিয়া গো আমাদের সবাইকে গর্বিত কর!”