আগামী কয়েক দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভিজতে চলেছে রাজ্য। সতর্কতা জারি করল হাওয়া অফিস। মৌসুমী অক্ষরেখা জয়সলমির, চারু হিসার, কার্নাল, জলন্ধর, তাড়ানের উপর দিয়ে বিস্তৃত। আগামী দুই তিন দিনে মৌসুমী বায়ু পশ্চিম রাজস্থান, হরিয়ানা, চন্ডীগড়, পঞ্জাবের আরও কিছু অংশে পৌঁছে যাবে। ঘূর্ণাবর্ত রয়েছে গুজরাত, অসম, ঝাড়খণ্ড, হরিয়ানা এবং মধ্যপ্রদেশে। একটি অক্ষরেখা রয়েছে অসম থেকে ওড়িশা পর্যন্ত। আরও একটি অক্ষরেখা রয়েছে গুজরাত থেকে বিহার পর্যন্ত, যেটি মধ্যপ্রদেশের উপর দিয়ে এসেছে।
উত্তরবঙ্গে বর্ষার বৃষ্টি থামার নাম নেই, আর দক্ষিণবঙ্গে বর্ষার বৃষ্টির সেভাবে কোনও দেখাই নেই। অবশেষে রবিবার এল সুখবর। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, বর্ষা ঢুকেছে। নিম্নচাপ অক্ষরেখা কাঁথি দিয়ে দক্ষিণ-পূর্বমুখী হয়ে বঙ্গোপসাগরে ঢুকেছ। যার জেরে আগামী সপ্তাহে স্বাভাবিক ও স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণবর্তে সৃষ্টিও হবে বলে পূর্বাভাস। কবে থেকে কেমন বৃষ্টি হবে কলকাতা ও দক্ষিণবঙ্গে? আবহাওয়া দফতরের পূর্বাভাস, ৫ থেকে ১১ জুলাই পর্যন্ত স্বাভাবিক বৃষ্টি হবে, ১১-১৮ জুলাই বেশি বৃষ্টিপাত হবে।