আর রবিবারের ছুটি নয়। বরং রবিবার, ছুটির দিন আপনি বেরিয়ে পড়ুন আর গঙ্গার নীলাভ জলধারার পরিবেশে পাতালপথে ঘুরে আসুন কোথাও। অবসর পেলেই যাঁদের পা বাড়ির চৌকাঠ পেরনোর জন্য অস্থির হয়ে ওঠে, তাঁদের জন্য সুখবর শোনাল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ । এবার থেকে রবিবারও হাওড়া ময়দান-এসপ্ল্যানেড রুটে ছুটবে মেট্রো। গঙ্গার নিচ দিয়ে মেট্রোর গতি এবার উপভোগ করতে পারবেন যাত্রীরা। বৃহস্পতিবার এই ঘোষণা করেন মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র।
সোম থেকে শুক্র নির্দিষ্ট সময় পর পর হাওড়া ময়দান -এসপ্ল্যানেড রুটে মেট্রো চলে। যার জেরে হাওড়া-কলকাতায় অফিসযাত্রীদের যাতায়াতে খুব সুবিধা হয়। এই রুটে যাত্রী সংখ্যাও ভালোই। গ্রিন লাইনে লক্ষ্ণীলাভে খুশি মেট্রো কর্তৃপক্ষ। সম্ভবত সেই বাণিজ্যিক সাফল্যের হাত ধরে আরও এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হল। এবার থেকে রবিবারও এই রুটে মেট্রো চালানো হবে বলে জানিয়েছেন মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র। আপাতত ১ সেপ্টেম্বর, রবিবার থেকে তা পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে। পরে তা নিয়মিত করা হবে বলে জানানো হয়েছে।