হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী ঘণ্টা দুয়েকের মধ্যেই। বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। সর্তকতা আলিপুর আবহাওয়া দফতরের | আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, শনিবার কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে। বজ্রপাত-সহ বৃষ্টির সম্ভাবনা আছে বিক্ষিপ্ত ভাবে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৯০ শতাংশের ঘরে থাকতে পারে। তাই গরমজনিত অস্বস্তিও জারি থাকবে।
এবার বর্ষামঙ্গল দক্ষিণবঙ্গে! আষাঢ় মাসের প্রথম ১০ দিন কেটে গেলেও দক্ষিণে দেখা নেই বৃষ্টির। কখনও-সখনও আকাশ মুখ ভার করে দু-এক পশলা নামছে বটে তবে তাতে প্রাণ জুড়োচ্ছে না। ভ্যাপসা গরমের মাঝে দক্ষিণবঙ্গবাসী যেন চাতক পাখি! জলের আশায় আকাশের দিকে চেয়ে বসে! এবার তাদের জন্য সুখবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের উপকূল ও পূর্ব দিকের জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। আজ থেকেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা ক্রমশ বাড়বে দক্ষিণবঙ্গে। আর সপ্তাহের শেষে বৃষ্টির তীব্রতা কমতে পারে উত্তরবঙ্গে।