নেটিজেনদের জন্য সুখবর দিলো যীশু সেনগুপ্ত

অভিনেতা যিশু সেনগুপ্ত ও সৌরভ দাসের বন্ধুত্ব টলিপাড়ায় সর্বজনবিদিত। দুই অভিনেতার মধ্যে অভিনয়, ক্রিকেট ছাড়াও আরও একটা মিল রয়েছে। তা হল দুজনেই মানুষকে আনন্দে রাখতে চেষ্টার ত্রুটি রাখেন না। নানাভাবে দর্শকদের কাছে উপভোগ্য করে তোলেন নিজেদের কথোপকথন, অভিনয়ে। দুই অভিনেতার সোশাল মিডিয়ায় চোখ রাখলে দেখা যাবে, বিগত কয়েকদিন ধরেই তাঁরা ডিসি কমিক্সের জনপ্রিয় সংলাপ ‘হোয়াই সো সিরিয়াস’ ক্যাপশনে একাধিক রিলস ভিডিও পোস্ট করেছেন। সম্প্রতি সেই ভিডিওয় যোগ দিয়েছেন পরিচালক মহেশ ভাট। তাঁরা কি এভাবে নতুন কোনও ছবির প্রচার করছেন? নাকি দুই অভিনেতা মহেশ ভাটের পরিচালনায় কাজ করলেন? স্বভাবতই নেটিজেনদের মনে কৌতূহল তুঙ্গে। অবশেষে সব প্রশ্নের উত্তর মিলল যিশুর নতুন পোস্টে।

এবার যিশু আর সৌরভ – টলিপাড়ার দুই বন্ধু মিলে নতুন প্রযোজনা সংস্থা চালু করলেন। নাম রেখেছেন ‘হোয়াই সো সিরিয়াস’। এই প্রযোজনা সংস্থার সঙ্গে যুক্ত হয়েছেন পরিচালক মহেশ ভাটও। শুধু বাংলা নয়, এই প্রযোজনা সংস্থা কাজ করবে সর্বভারতীয় স্তরেও। নববর্ষের সকালে অনুরাগী নেটিজেনদের এই সুখবর দিয়েছেন যিশু সেনগুপ্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *