পুজোর বক্স অফিস জমে ক্ষীর! একদিকে ‘বহুরূপী’, অন্যদিকে ‘টেক্কা’

পুজোর বক্স অফিস জমে ক্ষীর! একদিকে ‘বহুরূপী’, অন্যদিকে ‘টেক্কা’। ‘শাস্ত্রী’ সিনেমাও রয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে সিনেমা হলে টিকিট বিক্রির হাল কী? জানানো হল দুই প্রযোজনা সংস্থার পক্ষ থেকে। উইন্ডোজ প্রোডাকশনের পক্ষ থেকে যেমন ‘বহুরূপী’র প্রায় ভর্তি হলের তালিকা দেওয়া হয়েছে, তেমনই দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স থেকে দেওয়া হয়েছে চতুর্থীর প্রায় ভর্তি ও ভর্তি হলের তালিকা।

‘ব্যাঙ্ক ডাকাত’ শিবপ্রসাদ মুখোপাধ্যায়। তাঁকে ধরতে মরিয়া ‘সুপারকপ’ আবির চট্টোপাধ্যায়। দুই তারকার সম্মুখ সমরের গল্প দেখা যাবে ‘বহুরূপী’তে। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ঋতাভরী চক্রবর্তী ও কৌশানি মুখোপাধ্যায়। এই ছবির প্রায় ভর্তি হলের তালিকায় রয়েছে আইনক্স সাউথ সিটি, প্রিয়া, স্টার থিয়েটার, নবীনা, অশোকা, উড স্কোয়্যার মলের এসভিএফ সিনেমাজের মতো হল। অন্যদিকে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘টেক্কা’য় সিস্টেমের ভিত নাড়িয়ে দেওয়ার আভাস দিয়েছেন ‘কমনম্যান’ দেব। নায়ক-প্রযোজকের পাশাপাশি এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন রুক্মিণী মৈত্র, স্বস্তিকা মুখোপাধ্যায়, পরাণ বন্দ্যোপাধ্যায়, আরিয়ান ভৌমিক, সৃজা দত্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *