বহু বছর ধরেই কাঞ্চন মল্লিকের বাড়িতে মহাসমারোহে কালীপুজো হয়। তবে মাঝে সেই রীতিতে ছেদ পড়লেও বছর তিনেক ধরে আবারও অভিনেতা-বিধায়কের বাড়িতে পূজিতা মা কালী। নতুন করে শুরু করার নেপথ্যে অবশ্য শ্রীময়ী চট্টরাজই । তখন অবশ্য তিনি মল্লিক বাড়ির গিন্নি হননি। তবে সেইসময় থেকেই শ্রীময়ীর তত্ত্বাবধানে কাঞ্চনের বাড়ির কালীপুজোর আয়োজন হয়। আর এবার তো তিনি মল্লিক বাড়ির কর্তব্যপরায়ণ বউমা। বিয়ের পর শ্বশুরবাড়িতে প্রথম কালীপুজো। তাই প্রতিবারের মতো এবারেও সুগৃহিণী শ্রীময়ীর ব্যস্ততা তুঙ্গে।
মিসেস মল্লিকের কথায়, এক কাছের মানুষের অসুস্থতার জেরে পরিবারের কারও মন ভালো নেই। তাই এবার সেভাবে এলাহি আয়োজন হচ্ছে না। উপরন্তু সিরিয়ালের শুটিংও রয়েছে। তবে আয়োজনের কলেবর ছোট হলেও নিষ্ঠাভরে কালীপুজো করা হয় তাঁদের বাড়িতে।