বেশ অনেকদিন হয়ে গেল অসুস্থ বুদ্ধদেব ভট্টাচার্য, শয্যাশায়ী প্রায়। হাসপাতালে যাওয়া-আসার মাঝে বাড়িতেও চিকিৎসা চলে নিয়মিত। কিন্তু নির্বাচন এলেই তাঁর কথা মনে পড়ে না, দলমত নির্বিশেষে এমন রাজনীতিক বিরল বঙ্গ রাজনীতিতে। আর তাঁর আবেগে ভর করে আজও ভোট বৈতরণী পেরনোর রাস্তা দেখে সিপিএম। চব্বিশের লোকসভা নির্বাচনও তার ব্যতিক্রম নয়। এবারও বুদ্ধদেব ভট্টাচার্যর থেকে লড়াইয়ের অক্সিজেন পেতে চান বাম প্রার্থীরা।
সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে বুদ্ধদেব ভট্টাচার্যর ভোট বার্তা ব্যবহার করছে সিপিএম। শনিবার সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ২ মিনিট ৬ সেকেন্ডের ভিডিওয় প্রাক্তন মুখ্যমন্ত্রীর সন্দেশখালি থেকে জাতীয় রাজনীতি, শিক্ষা দুর্নীতি থেকে বেকারত্ব, মূল্যবৃদ্ধি সমস্যা – সব কিছু নিয়েই বক্তব্য রেখেছেন। বুদ্ধদেব ভট্টাচার্যর কথায়, ”দেশ, দুনিয়ার এই কঠিন পরিস্থিতিতে ভালো থাকা আমাদের পক্ষে সত্যিই দুষ্কর। কী ঘটে যাচ্ছে পশ্চিমবঙ্গে? সন্দেশখালিতে যে অন্যায় করেছে তৃণমূল, তার কোনও ক্ষমা নেই।