কাটছে বৃষ্টির আমেজ, মেঘ মুক্ত আকাশ

আলোর উৎসবের আগে রাজ্যের আবহাওয়া নিয়ে সুখবর! মেঘমুক্ত আকাশ, কাটছে বৃষ্টি-কাঁটা। দু-একটা জায়গায় হালকা বৃষ্টির পূর্বাভাস ছাড়া আর রাজ্যের সর্বত্রই পরিষ্কার আকাশ ও রোদ ঝলমলে আবহাওয়া থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তর ও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই কোথাও। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কমায় ফিরছে শুষ্কতা। আবহাওয়া ঘোরাফেরা করবে ২৫ থেকে ৩০ ডিগ্রির মধ্যে।

আগামী ৩১ অক্টোবর, বৃহস্পতিবার কালীপুজো ও দীপাবলি। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এই উৎসবে রাজ্যের আবহাওয়া ভালোই থাকবে। মূলত পরিষ্কার আকাশ, দু-এক জায়গায় স্থানীয়ভাবে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। উত্তর ও দক্ষিণবঙ্গে বেশিরভাগ জেলাতেই মেঘমুক্ত পরিষ্কার আকাশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *