১৯৯২ সালের ৬ ডিসেম্বর ধ্বংস হয়েছিল বাবরি মসজিদ। সেই সময় থেকেই দিনটিকে ‘সংহতি দিবস’ হিসেবে পালন করে থাকেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার এই দিনটিতে স্থগিত থাকবে বিধানসভার শীতকালীন অধিবেশন। এমনই খবর সূত্রের।
বিধানসভা সূত্রে খবর, ২৫ নভেম্বর থেকে শীতকালীন অধিবেশন বসছে। চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। শনি ও রবিবার অধিবেশন বসে না। এবার ৬ ডিসেম্বরও স্থগিত থাকবে অধিবেশন। সূত্রের দাবি, দুটি কারণে ওই দিনের অধিবেশন স্থগিত রাখা হবে। এক, ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংস হয়েছিল। ওই দিনটি সংহতি দিবস উপলক্ষে পালন হয়। দলের মন্ত্রী-বিধায়করাও দিনটি নিজ-নিজ এলাকায় নানা কর্মসূচি করে থাকেন। এবারও যাতে তার অন্যথা না হয়, তাই বিধানসভার অধিবেশন মুলতুবি রাখা হবে। দুই, ৬ ডিসেম্বর বি আর আম্বেদকরের মৃত্যুবার্ষিকী। সেই উপলক্ষেও ওই দিন বিধানসভা অধিবেশন স্থগিত রাখা হতে পারে।