লোকসভার ডেপুটি স্পিকার নির্বাচনে প্রার্থী হিসাবে চমক দিতে চাইছে ইন্ডিয়া জোট৷ স্পিকার পদপ্রার্থী হিসাবে কে সুরেশকে একক ভাবে মনোনীত করার সিদ্ধান্ত মোটেই ভাল লাগেনি তৃণমূল তথা বাকি শরিক দলের৷ তা বুঝিয়েও দেওয়া হয়েছে রাহুল-খাড়্গেদের৷ এবার তাই সর্বসম্মত ভাবে একজনেরই নাম স্থির করা হয়েছে ডেপুটি স্পিকারের পদপ্রার্থী হিসাবে৷ আর সেই নাম হচ্ছে অবধেশ প্রসাদ৷
সূত্রের খবর, ইন্ডিয়া জোটের পক্ষ থেকে প্রাথমিকভাবে ঠিক করা হয়েছে, উত্তরপ্রদেশের ফৈজাবাদ কেন্দ্র ( যার মধ্যে রয়েছে অযোধ্যা) থেকে জয়ী সমাজবাদী পার্টির (সপা) সাংসদ অবধেশ প্রসাদকে লোকসভার ডেপুটি স্পিকার পদের জন্য প্রার্থী করা হবে। এই ভাবনার পিছনে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে বলে সূত্রের খবর। পরে অবশ্য বিষয়টি নিয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সমাজবাদী পার্টির লোকসভার দলনেতা অখিলেশ যাদবের মধ্যে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।