সোমবার দিল্লিতে যোগ দেওয়ার কথা থাকলেও সরাসরি নবান্নে এসেছিলেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। তারপরই ফের চিঠি দেয় কেন্দ্র। জানায়, মঙ্গলবার যোগ দিতে হবে দিল্লিতে সেই চিঠি হাতে পাওয়ার এক ঘণ্টার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, দিল্লির দ্বিতীয় চিঠি আসার আগেই অবসর নিয়েছেন মুখ্যসচিব।
৩১ মে, সোমবার দিল্লিতে বদলি হওয়া পদে যোগ দেওয়ায় নির্দেশ থাকলেও আলাপন সরাসরি যান নবান্নে। দুপুরে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে একটি প্রশাসনিক বৈঠকেও অংশ নেন। তারপর বিকেল নাগাদ ফের সাংবাদিক বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী। শুরুতেই বলেন, রাজ্যের হাতে আলাপনকে ফের দিল্লিতে যোগ দেওয়ার নির্দেশনামা এসে পৌঁছেছে দুপুরে। সেখানে বলা হয়েছে, ১ তারিখ সকাল ১০টার সময় দিল্লিতে কাজে যোগ দিতে হবে।