বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ১.৭৬ শকাংশ কমেছে। অর্থাৎ, ব্যারেল প্রতি অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমে দাঁড়ায় ৭৩.০৮ ডলার। শুক্রবার তা আরও কমে। এদিন আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ০.৯ শকাংশ কমেছে। অর্থাৎ, ব্যারেল প্রতি অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমে দাঁড়ায় ৭২.৪২ ডলার।
তবে দেশে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী রয়েছে। দেশে পেট্রোলের দাম সবথেকে বেশি রাজস্থানের গঙ্গানগরে। সেখানে লিটারপিছু পেট্রোলের দাম ১০৮ টাকা ৭ পয়সা। সেখানে ডিজেলের দাম লিটার পিছু ১০০ টাকা ৮২ পয়সা। পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের পর থেকে দেশে পেট্রোলের দাম বেড়েছে লিটারে ৬ টাকা ৫৩ পয়সা। ডিজেলের দাম বেড়েছে ৬ টাকা ৯৬ পয়সা।