আকাশের মুখ ভার, রয়েছে বৃষ্টির সম্ভাবনা

পৌষের শেষে অকাল বর্ষণ | মঙ্গলবার বিকেল থেকে বৃষ্টি হয়েছে উত্তর থেকে দক্ষিণে জেলাগুলিতে | সঙ্গে বুধবার সকাল থেকে আকাশে সেভাবে দেখা নেই রোদের | কোথাও বা কয়েক পশলা বৃষ্টি হয়েছে |

হাওয়া অফিস সূত্রে জানা গেছে শুক্রবার পর্যন্ত বৃষ্টি হতে পারে কলকাতা এবং হাওড়া জেলাতে | হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমের জেলাগুলিতে | ঝারগ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে |

পৌষের শেষে অকাল বর্ষণে চাষাবাদের ক্ষতি হবে বলে সম্ভাবনা করা হচ্ছে | আজ সর্বনিম্ন তাপমাত্রা 17. 5 ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা 27.9 ডিগ্রি সেলসিয়াস | পশ্চিমী ঝঞ্ঝার ফলে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হচ্ছে বলে খবর |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *