করোনা নিয়ে এপ্রিল মাসের গাইডলাইন জারি করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক

করোনা নিয়ে এপ্রিল মাসের গাইডলাইন জারি করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। কেন্দ্রীয়ভাবে নতুন করে কোনো বিধিনিষেধ আরোপ করা হয়নি। মাস্ক ব্যবহার বাধ্যতামূলক, সামাজিক দূরত্ব বজায় রাখা সহ যাবতীয় বিধি-নিষেধ বজায় থাকছে। বিমান ট্রেন মেট্রো সহ নাগরিক পরিবহনে জারি হওয়া প্রটোকল মেনে চলতে হবে। সিনেমাহল, থিয়েটার বা জমায়েতের ক্ষেত্রেও মেনে চলতে হবে কেন্দ্রীয় নির্দেশিকা। করোনা পরীক্ষার হার আরো বাড়াতে হবে, আরটিপিসিআর টেস্ট অন্ততপক্ষে 70% করতে হবে। কনটেইনমেন্ট জোন গুলিতে কঠোরভাবে কেন্দ্রীয় নির্দেশিকা মেনে চলতে হবে। প্রতি 14 দিন অন্তর কনটেইনমেন্ট জোন গুলির মূল্যায়ন করতে হবে। প্রয়োজনে জেলা বা ওয়ার্ড ভিত্তিক বিধি-নিষেধ আরোপ করার স্বাধীনতা দেওয়া হয়েছে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল গুলিকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *