বিশাল আকৃতির হিরে পাওয়া গেল আফ্রিকার বতসোয়ানায়

ফের এক চোখ ধাঁধানো ও বিশাল আকৃতির হিরে পাওয়া গেল আফ্রিকার বতসোয়ানায়। কানাডার খনি সংস্থা ‘লুকারা’ ওই বিশাল আকৃতির হিরেটি মাটির নিচ থেকে তুলেছে। বতসোয়ানার রাজধানী গ্যাবোরোনে দেশটির মন্ত্রিপরিষদের সদস্যদের ওই হিরে-টি দেখানো হয়। এ নিয়ে দেশটিতে গত এক মাসের মধ্যে দু-দুটি মহামূল্যবান হিরে আবিস্কার হল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *