বঙ্গে জারি মেঘ রোদের খেলা. আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টা আংশিক মেঘাচ্ছন্ন থাকবে কলকাতার আকাশ। কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। শহর কিংবা সংলগ্ন এলাকায় বজ্রপাত সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে। দু’-এক পশলা বৃষ্টি হলেও তাপমাত্রা কমার সম্ভাবনা নেই। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকার কথা ২৮ ডিগ্রি। চলতি সপ্তাহে ভ্যাপসা গরম বজায় থাকবে।
বঙ্গে বৃষ্টির বয়ান দিল হাওয়া অফিস
