অরলেন্ডোর তদন্তে বাড়ি থেকে উদ্ধার হরিণের শিং।ঘটনায় গ্রেফতার এক। বনদফতর এবং সশস্ত্র সীমা বলের এলাকায় যৌথ নজরদারি চালাতে গিয়ে বড়সড় সাফল্য বনদফতরের। বনদফতরের গরুমারা ওয়াইল্ড লাইফ ডিভিশন এবং এস এস বি ৪৬ নং ব্যাটেলিয়ানের যৌথ উদ্যোগে বুধবার নাগরাকাটা থানা এলাকার ডাঙ্গাপাড়া,খাস বস্তি,হাজি পাড়া,বামনডাঙ্গা গ্রামে এলাকায় বিশেষ নজরদারি চালানো হয়।এদিনের নজরদারি চালাতে গিয়ে বিপুল পরিমান কাঠ উদ্ধার হয়। তার পাশাপাশি এই অভিযানে উপস্থিত বনদফতরের স্নিফার ডগ অরলেন্ডোর তৎপরতায় খোজ মেলে হরিনের একটি শিং এর।এক বাড়ির ঘর থেকে এই শিং উদ্ধার করে বনকর্মীরা।ঘটনায় পাকু খেরিয়া নামে এক ব্যক্তিকে ঘটনায় গ্রেফতার করা হয়। বনদফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, ধৃতকে জিঞ্জাসাবাদ করা হবে এবং আগামী ২৪ ঘন্টার মধ্যে আদালতে পাঠানো হবে।
অরলেন্ডোর তদন্তে বাড়ি থেকে উদ্ধার হরিণের শিং
