নবান্ন যাওয়ার পথে আচমকাই করোনা টিকাকেন্দ্রে গেলেন মুখ্যমন্ত্রী সোমবার দুপুরে হঠাৎই মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে যান একটি ভ্যাকসিন সেন্টারে। সেখানে যারা টিকা নিতে এসেছিলেন তাদের সঙ্গে কথাও বলেন। টিকাকরণ কেন্দ্রটি ঘুরে দেখেন তিনি। সেখানকার কাজকর্ম ঘুরে দেখেন। এরপর আবার নবান্নের দিকে রওনা দেন মুখ্যমন্ত্রী।
পথে আচমকাই করোনা টিকাকেন্দ্রে গেলেন মুখ্যমন্ত্রী
![](https://timesofbengal.com/wp-content/uploads/2021/07/images-2021-07-19T163610.833.jpeg)