চুক্তি সাক্ষর নিয়ে উত্তাল লাল-হলুদ শিবির। ক্লাবের সামনে উত্তেজিত সমর্থকদের বিক্ষোভে উত্তাল লেসলি ক্লডিয়াস সরণি। অবস্থা সামাল দিতে লাল হলুদ তাঁবুতে নামল বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিক্ষোভরত সমর্থকদের উপর লাঠিচার্জ করে পুলিশ। আহত বেশ কয়েকজন সমর্থক। আটক করা হয় বহু। নামানো হয়েছে মাউন্টেন পুলিশকেও।