মালদাঃ-হবিবপুর থানার অন্তর্গত আইহো অঞ্চলের চাঁদপাড়া এলাকায় শ্বশুরবাড়িতে পুড়ে মৃত্যু হল এক গৃহবধূর। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার ভোরবেলা মৃত বধূর নাম অঞ্জনা দাস (২৮)। তাঁর বাপের বাড়ির লোকেদের অভিযোগ, দীর্ঘদিন ধরে মানসিক ও শারীরিক অত্যাচার চালাতেন গৃহবধূ দাদার অভিযোগ করে বলেন বৃহস্পতিবার ভোরবেলা অঞ্জনা দাসের স্বামী,তার স্ত্রী অঞ্জনা গায়ে আগুন লাগিয়ে খুন করেছেন। যদিও মৃতার শ্বশুরবাড়ির লোকজনের দাবি,নিজেই গায়ে আগুন লাগিয়েছে।মৃতের দিদি চন্দনা সিংহ বলেন আজ ভোরে ফোন আসে বোন অঞ্জনা মারাগিয়ে খবর পেয়ে ছুটে আসি তার বাড়িতে এসে তার শোয়ার ঘরে দেখতে পাই শিলনোড়া সহ একটি বাঁশের মগরল পরে রয়েছে তাদের অনুমার তার বোনকে আগে মারধর করা হয় পরে বাথরুমে নিয়ে গিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয় অঞ্জনা স্বামী শঙ্কর দাস তার দাদা ভানু দাস,তার বৌদি ববিতা দাস খুন করেছে মাঝে মধ্যেই তার বোন অঞ্জনা তাকে ফোন করে জানাতো তাকে মারধর কার হতো।খবর দেওয়া হয় হবিবপুর থানায় খবর পেয়ে ঘটনা স্থলে পৌছায় হবিবপুর থানার আই সি অমিতাভ সরকার, ওই গৃহবধূর মৃত্যুদেহ টি উদ্ধার করে প্রথমে বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে পাঠানো হয় পরে সেখান থেকে অঞ্জনার দাসের মৃতদেহের ময়না-তদন্তের মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।এ দিন পুলিশের কাছে মৃত অঞ্জনা দাসের দাদা নারুগোপাল সিংহ তিন জনের নামে থানায় অভিযোগ জানিয়েছেন তার বোনের স্বামী শঙ্কর দাস সহ তার দাদা ভানু দাস, ও তার স্ত্রী ববিতা দাসের নামে অভিযোগ দায়ের করেন।হবিবপুর থানার পুলিশ ওই গৃহবধূর মৃত্যু ঘটনায় স্বামী সহ তার দাদা ও বৌদিকে আটক করেন বর্তমানে হবিবপুর থানায় নিয়ে যাওয়া হয়।
Related Posts
পুরনো বাড়ি ভাঙার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু এক বেসরকারি স্কুলের শিক্ষকের
মালদা: নতুন বাড়ি তৈরির জন্য পুরনো বাড়ি ভাঙার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক বেসরকারি স্কুলের প্রাথমিক শিক্ষকের। মঙ্গলবার সকালে…
মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল সংলগ্ন এলাকায় দু’দিনের বৃষ্টিতে প্লাবিত গোটা এলাকা
মালদা-ইংলিশবাজার শহরের ৩ নম্বর গভর্নমেন্ট কলোনির মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল সংলগ্ন এলাকায় দু’দিনের বৃষ্টিতে প্লাবিত গোটা এলাকা। বৃষ্টির পাশাপাশি…
শিক্ষারত্ন পুরস্কারে সম্মানিত হতে চলেছে মালদা জেলার এক শিক্ষক
মালদাঃ-রাষ্ট্রপতি পুরস্কারের পাশাপাশি এবারে রাজ্য সরকারের শিক্ষারত্ন পুরস্কারে সম্মানিত হতে চলেছে মালদা জেলার ইংলিশ বাজার ব্লকের শোভানগর হাই স্কুলের প্রধান…