একদিন আগেই বৃদ্ধি পেয়েছিল মূল্য। একদিনের মধ্যেই সেই দামের পারদ নিম্নমুখী। আজ কলকাতায় দাম কমেছে ২২ ক্যারট, ২৪ ক্যারট খাঁটি সোনা ও ২২ ক্যারট হলমার্কযুক্ত সোনার৷ তবে উলটপূরাণ রুপোর ক্ষেত্রে। গতকাল রুপোর দাম কমেছিল। আজ ফের বেড়েছে দাম। বুধবার 24 ক্যারট সোনার প্রতি গ্রামে দাম 4870
ফের কমল সোনার দাম
