বাড়ির কাছে জলাশয় থেকে এক ব্যক্তির দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য।ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি শহরের পুরসভা এলাকার ১ নং ওয়ার্ডের বানভাসি কলোনীতে।জানা যায় মৃত ব্যক্তির নাম বিকাশ রায়(৩৫)।স্থানীয় বাসিন্দা পেশায় দিন মজুর ঐ ব্যক্তি শুক্রবার বাড়ি থেকে কেরল যাবার উদ্দেশ্যে ব্যাগ নিয়ে বের হয়।শনিবার সকালে ঐ জলাশয়ের সামনে বিকাশের ব্যাগ এবং জুতো দেখতে পাওয়া যায়।তবে বিকাশ নিখোজ থাকায় এলাকার লোকজনের সন্দেহ দানা বাধে।খোজাখুজি শুরু হয় জলাশয়ে।৫ টা নাগাদ জলাশয়ে খোজ শুরু হয়। এরপর দেহের খোজ মিলতেই খবর দেওয়া হয় থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ধূপগুড়ি থানার পুলিশ। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়।স্থানীয় সুত্রে আরো জানা যায় বিকাশ রায়ের পরিবারে স্ত্রী ছাড়াও এক পুত্র সন্তান এবং এক কন্যা সন্তান বর্তমান। বিকাশ মাঝে মধ্যেই মদ্যপ অবস্থায় থাকতেন বলে স্থানীয় সুত্রে জানা যায়।পুলিশ সুত্রে জানানো হয়েছে মৃতদেহ ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।ময়নাতদন্তের পর মৃত্যুর কারন স্পষ্ট জানা যাবে।এদিকে ঘটনার খবর পেয়ে মৃতের পরিবারের সঙ্গে দেখা করতে যান স্থানীয় কাউন্সিলর জয়ন্তী রায়।তিনি বলেন,অত্যন্ত দুঃখজনক ঘটনা।আমরা পরিবারের পাশে আছি।
Related Posts
বছরের প্রথম কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড শান্তিনিকেতন
বছরের প্রথম ঘণ্টাখানেকের কাল বৈশাখী ঝরে লন্ডভন্ড করে দিয়ে গেল বোলপুর শহরকে। বোলপুর শান্তিনিকেতন এলাকায় কাল বৈশাখী ঝড়ে বিভিন্ন এলাকায়…
করোনার পর কেরলে এবার নতুন আতঙ্ক এমপক্স বা মাঙ্কিপক্স
করোনার পর কেরলে এবার নতুন আতঙ্ক এমপক্স বা মাঙ্কিপক্স। গত সপ্তাহে একজন আক্রান্তের হদিশ মিলেছিল দক্ষিণের রাজ্যটিতে। এবার আরও একজনের…
বাড়ির সামনে জল ফেলার প্রতিবাদ করায় আক্রান্ত ২ ভাই
মালদা-বাড়ির সামনে জল ফেলার প্রতিবাদ করায় আক্রান্ত ২ ভাই। চপার দিয়ে তাঁদের মাথায় আঘাত করা হয়েছে বলে অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায়…