বালুরঘাট; হাট-বাজারে প্রচারে বালুরঘাট বিধানসভা কেন্দ্রের সংযুক্ত মোর্চার প্রার্থী সুচেতা বিশ্বাস। দলীয় কর্মী সমর্থকদের সাথে নিয়ে শনিবার বালুরঘাটের সাহেব কাছাড়ি হাটে নির্বাচনী প্রচার সারলেন বালুরঘাটের সংযুক্ত মোর্চা প্রার্থী সুচেতা বিশ্বাস। এদিন বালুরঘাটের সাহেব কাছাড়ি এলাকার আর.এস.পি দলীয় কার্যালয় থেকে মিছিল করে হাতে লাল ঝান্ডা নিয়ে প্রচারে বের হন মূলত বালুরঘাটের বাম কর্মী সমর্থকরা। উল্লেখ যে দীর্ঘদিন ধরে বালুরঘাটের সাহেব কাছাড়ি এলাকায় প্রতি শনিবার হাট বসে আসছে। বালুরঘাট সহ বালুরঘাট শহরতলী সংলগ্ন ভাটপাড়া, শিবরামপুর, চকরাম, আমতলী, খিদিরপুর, চকভাটশালা সহ একাধিক গ্রামের মানুষরা জিনিসপত্র কেনা-বেচার জন্য প্রতি শনিবার ভীড় জমান এই সাহেব কাছাড়ি হাটে। এবং হাটে ভীড় জমানো বেশীরভাগ মানুষই কৃষিজীবি। ফলে শহরতলী এলাকায় প্রচারের মধ্য দিয়ে শহরতলী সংলগ্ন গ্রাম্য এলাকার মানুষদের সাথে জনসংযোগ স্থাপনে এদিন বালুরঘাটের সংযুক্ত মোর্চা সমর্থিত আর.এস.পি প্রার্থী সুচেতা বিশ্বাসকে জোড়কদমে প্রচার চালাতে দেখা গেছে। প্রচার চলাকালীন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বালুরঘাটের সংযুক্ত মোর্চা প্রার্থী সুচেতা বিশ্বাস বলেন গোটা বিধানসভা কেন্দ্র জুড়ে প্রচার করছি এবং দারুণ সাড়া পাচ্ছি। মানুষ অভূতপূর্বভাবে সাড়া দিচ্ছে। একইসঙ্গে তার আশ্বাস তিনি ভোটে জিতলে ছাত্র, যুব, মহিলা, কৃষক, কর্মচারী সবার স্বার্থে কাজ করবেন।
Related Posts
নেশা বিক্রি করার প্রতিবাদ করায় মহিলা সহ একই পরিবারের সাতজনকে কুপিয়ে খুন করার চেষ্টা
মালদা-নেশা বিক্রি করার প্রতিবাদ করায় মহিলা সহ একই পরিবারের সাতজনকে হাসুয়া দিয়ে কুপিয়ে খুন করার চেষ্টার অভিযোগ উঠল প্রতিবেশীদের বিরুদ্ধে।…
অরলেন্ডোর তদন্তে বাড়ি থেকে উদ্ধার হরিণের শিং
অরলেন্ডোর তদন্তে বাড়ি থেকে উদ্ধার হরিণের শিং।ঘটনায় গ্রেফতার এক। বনদফতর এবং সশস্ত্র সীমা বলের এলাকায় যৌথ নজরদারি চালাতে গিয়ে বড়সড়…
গঙ্গারামপুরে মনোনয়নপত্র জমা দিলেন বিজেপি 2 প্রার্থী
দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর মহকুমা শাসকের দপ্তরে মনোনয়ন পত্র জমা দিলে বিজেপির দুই প্রার্থী।বৃহস্পতিবার দুপুরে বুনিয়াদপুরে অবস্থিত গঙ্গারামপুর মহকুমা শাসকের…