বালুরঘাট; হাট-বাজারে প্রচারে বালুরঘাট বিধানসভা কেন্দ্রের সংযুক্ত মোর্চার প্রার্থী সুচেতা বিশ্বাস। দলীয় কর্মী সমর্থকদের সাথে নিয়ে শনিবার বালুরঘাটের সাহেব কাছাড়ি হাটে নির্বাচনী প্রচার সারলেন বালুরঘাটের সংযুক্ত মোর্চা প্রার্থী সুচেতা বিশ্বাস। এদিন বালুরঘাটের সাহেব কাছাড়ি এলাকার আর.এস.পি দলীয় কার্যালয় থেকে মিছিল করে হাতে লাল ঝান্ডা নিয়ে প্রচারে বের হন মূলত বালুরঘাটের বাম কর্মী সমর্থকরা। উল্লেখ যে দীর্ঘদিন ধরে বালুরঘাটের সাহেব কাছাড়ি এলাকায় প্রতি শনিবার হাট বসে আসছে। বালুরঘাট সহ বালুরঘাট শহরতলী সংলগ্ন ভাটপাড়া, শিবরামপুর, চকরাম, আমতলী, খিদিরপুর, চকভাটশালা সহ একাধিক গ্রামের মানুষরা জিনিসপত্র কেনা-বেচার জন্য প্রতি শনিবার ভীড় জমান এই সাহেব কাছাড়ি হাটে। এবং হাটে ভীড় জমানো বেশীরভাগ মানুষই কৃষিজীবি। ফলে শহরতলী এলাকায় প্রচারের মধ্য দিয়ে শহরতলী সংলগ্ন গ্রাম্য এলাকার মানুষদের সাথে জনসংযোগ স্থাপনে এদিন বালুরঘাটের সংযুক্ত মোর্চা সমর্থিত আর.এস.পি প্রার্থী সুচেতা বিশ্বাসকে জোড়কদমে প্রচার চালাতে দেখা গেছে। প্রচার চলাকালীন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বালুরঘাটের সংযুক্ত মোর্চা প্রার্থী সুচেতা বিশ্বাস বলেন গোটা বিধানসভা কেন্দ্র জুড়ে প্রচার করছি এবং দারুণ সাড়া পাচ্ছি। মানুষ অভূতপূর্বভাবে সাড়া দিচ্ছে। একইসঙ্গে তার আশ্বাস তিনি ভোটে জিতলে ছাত্র, যুব, মহিলা, কৃষক, কর্মচারী সবার স্বার্থে কাজ করবেন।
Related Posts
সকাল থেকে ঘামে প্যাচপ্যাচে গরম
দক্ষিণবঙ্গে গরম ও চরম অস্বস্তিকর আবহাওয়া। সকাল থেকে ঘামে প্যাচপ্যাচে গরম। ঝড়বৃষ্টিতে স্বস্তি মিলতে পারে সন্ধের দিকে। আজ পূর্ব বর্ধমান,…
বৃষ্টির পরিমাণ বাড়বে একাধিক জেলায়
আজ থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে একাধিক জেলায়। তার মধ্যে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলায়। এই জেলাগুলির বিভিন্ন…
চলতি বছর কোনও অধিবেশনে শুভেন্দু-সহ ৫ বিজেপি বিধায়ক অংশ নিতে পারবেন না
বগটুই কাণ্ডের প্রতিবাদ জানাতে গিয়ে বিধানসভার অন্দরে বিজেপি বিধায়কের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়লেন তৃণমূল বিধায়করা | এই হাতাহাতির ঘটনায় আহত…