অবশেষে শুক্রবার থেকে খুলল বালুরঘাটের সিনেমা হলগুলি। মুখে হাসি সিনেমাহল কর্মীদের। দর্শক স্বাভাবিক হওয়ার আশায় কর্তৃপক্ষ। লক ডাউন ও কড়া বিধিনিষেধের কারণে গত চারমাস ধরে সম্পূর্ণ বন্ধ ছিল জেলা তথা বালুরঘাটের সিনেমাহল গুলি। কাজ না থাকায় স্বাভাবিক ভাবেই বেকার হয়ে পরেছিলেন সেখানকার কর্মীরা। অভাবে সংসার চালানো দায় হয়ে পরেছিল এদের। অবশেষে রাজ্য সরকারের পক্ষ থেকে শিথিলতা এনে রাজ্যের সিনেমাহল গুলি খোলার অনুমতি দেওয়া হয় ১ আগষ্ট থেকে। অবশ্য তা করোনা গাইড লাইনের মধ্যে দিয়ে। তবে সাঁফাই, জঞ্জাল, জঙ্গল পরীস্কারের কারণে নিদিষ্ট দিন থেকে খোলা যায়নি জেলা তথা বালুরঘাট শহরের সিনেমাহল গুলি।।শুক্রবার থেকে দর্শকদের জন্য এই হল খুলে দেওয়া হল। এতেই খুশি ছড়ালো হল কর্মীদের মধ্যে। প্রথমদিন থেকে দুচারজন দর্শক হয় প্রতিটি সেনেমাহলে। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আয় বাড়ার আশায় কর্মী থেকে মালিকপক্ষ।
Related Posts
উত্তরবঙ্গে ট্রেন দুর্ঘটনার খবর পেয়েই সেখানে যাওয়ার সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী- রাজ্যপাল
উত্তরবঙ্গে ট্রেন দুর্ঘটনার খবর পেয়েই সেখানে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিকেল নাগাদ তিনি উত্তরবঙ্গে পৌঁছবেন বলে…
ভারী বৃষ্টির জেরে উত্তরবঙ্গের বেশ কিছু জায়গা জলমগ্ন
আজ অর্থাৎ মঙ্গলবার থেকে আগামী 24 ঘন্টা বৃষ্টি কিছুটা কম থাকবে | যদিও দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে বৃষ্টির ব্যাপকতা বেশি থাকবে…
শিলিগুড়িতে পরবর্তী মেয়র গৌতম দেব
শিলিগুড়িতে পুরো বোর্ড দখল করতে চলেছে তৃণমূল | মেয়র হতে চলেছেন রাজ্যের মন্ত্রী গৌতম দেব | শিলিগুড়ি 6 নম্বর ওয়ার্ডে…