গত ৪৮ ঘণ্টায় পারদ নেমেছে ৫ ডিগ্রি

পৌষ সংক্রান্তির আগে কনকনে ঠান্ডায় কাঁপছে বাংলা। গত ৪৮ ঘণ্টায় পারদ নেমেছে ৫ ডিগ্রি। দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ২-৩ ডিগ্রি কম। কলকাতায় তাপমাত্রা নেমেছে ১২. ৮ ডিগ্রিতে। পশ্চিমের জেলাগুলিতে পারদ ৮-১০ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে। উত্তরবঙ্গেও পারদ নেমেছে অনেকটা। আলিপুর আবহাওয়া দপ্তর বলছে, শনিবারই মরশুমের শীতলতম দিন।

আগামী বুধবার পর্যন্ত শীতের আমেজ থাকবে বঙ্গেঘন | কুয়াশার দাপটও থাকবে রাজ্য়জুড়ে। বিশেষ করে উত্তরের জেলাগুলিতে ঘন কুয়াশা থাকবে বলে সতর্ক করেছে হাওয়া অফিস। সবমিলিয়ে পৌষ পার্বণের আগে শীতের আমেজে চেটেপুটে উপভোগ করছে বঙ্গবাসী । বুধবার থেকেই বাড়বে তাপমাত্রা। বৃহস্পতি ও শুক্রবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্য। উত্তরের উপরের দিকের পাঁচ ও দক্ষিণবঙ্গে উপকূলবর্তী জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সোমবার থেকে ভিজতে পারে দার্জিলিং। পশ্চিমী ঝঞ্ঝার জেরেই এই বৃষ্টি।

চলতি মৌসুমের শীতের মাঝে বৃষ্টিতে ভেসেছে বঙ্গ | বৃষ্টির ভ্রুকুটি কাটিয়ে বঙ্গে শীতের আমেজ ফিরতে খুশি বঙ্গবাসী | আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ স্বাভাবিকের থেকে 3 ডিগ্রী বেশি | কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা 23 ডিগ্রি সেলসিয়াস | বাতাসে আদ্রতার পরিমাণ 92 শতাংশ |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *