ময়নাগুড়ি জর্দা নদীতে তলিয়ে গেলেন এক ব্যাক্তি। বুধবার বেলার দিকে ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি মহাকাল পাড়া জর্দা নদীর ঘাটে। নিখোজ ব্যাক্তির নাম বিমল দাস। তার বাড়ি ময়নাগুড়ি সুভাষনগর এলাকাতে৷ জানাগিয়েছে, ওই ব্যাক্তি বাড়িতে মনসা পুজোর সামগ্রি নদীতে ফেলতে জর্দা নদীতে গিয়েছিলেন। তখনই পা হড়কে নদীতে পড়ে যান৷ নদীতে পরে যাবার পর থেকেই নিখোজ তিনি৷ বর্তমানে জর্দা নদীতে জলের স্রোত অত্যন্ত বেশি৷ ফলে ওই ব্যাক্তির দেহ উদ্ধার এখনো সম্ভব হয়নি৷ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান প্রশাসনিক কর্তারা৷ সিভিল ডিফেন্সের কর্মীদের ঘটনাস্থলে আনা হচ্ছে।
ময়নাগুড়ি জর্দা নদীতে তলিয়ে গেলেন এক ব্যাক্তি
