ষষ্ঠীর সন্ধ্যায় বৃষ্টিতে ভাসলো কলকাতা

ষষ্ঠীর সন্ধ্যায় মণ্ডপে মন্ডপে উপচে পড়া ভিড় | তারই মাঝে নামল বৃষ্টি | রীতিমতো মুষলধারে বৃষ্টি হল শহরে বাদ গেল না হাওড়া, কলকাতা | দু’বছর করোনা আতঙ্ক কাটিয়ে এ বছর ৮ থেকে ৮০ প্রত্যেকের মেটেছে পুজোর আনন্দে | কিন্তু তার মধ্যে ষষ্ঠীতে বৃষ্টিতে ভাসলো শহর । গরম থেকে কিছুটা রেহাই মিললেও মণ্ডপে মন্ডপে ভিড় করা দর্শনার্থীদের আনন্দে কিছুটা হলেও ভাটা পড়ল |

পুজোর আগে গুণাবর্তের পূর্বাভাস | সেই ঘূর্ণাবর্ত ঝরে পরিণত হতে পারে বলে জানায় আলিপুর আবহাওয়া দপ্তর | তবে পরিস্থিতির উপর নজর রাখছেন আবহাওয়াবিদরা | পুজোর আগে উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা | দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টি কম হলেও বাড়বে তাপমাত্রা বজায় থাকবে অস্বস্তিকার গরম |

আজ কলকাতার তাপমাত্রা সর্বনিম্ন 27 ডিগ্রী সেলসিয়াস | সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রী সেলসিয়াস | বাতাসের আপেক্ষিক আদ্রতার পরিমাণ 91 শতাংশ |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *