মালদা- পিক আপ ভ্যানে করে বিপুল পরিমাণে গাঁজা পাচার। পাচার করতে গিয়ে ধৃত দুই।পাশাপাশি প্রচুর পরিমাণে গাঁজা উদ্ধার। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণে গাঁজা উদ্ধার করল গোয়েন্দারা। ঘটনা মালদার গাজোলে। গ্রেফতার দুই যুবক। স্পেশাল টাক্স ফোর্সের ১০ জনের একটি টিম গাজলের মশালদীঘিতে ৩৪ নম্বর জাতীয় সড়ক এলাকাতে হানা দিয়ে একটি পিকআপ গাড়ি থেকে প্রায় আনুমানিক ৬৩কেজি গাঁজা সহ ২যুবককে গ্রেফতার করে। ওই দুই যুবকের নাম রঞ্জিত সরকার বয়স ৩০ বাড়ি কদুবাড়ি এলাকায় । আর একজন যুবকের নাম অজয় মাহাতো বয়স ২৬ বাড়ি গাজলের দেড়তলা অঞ্চলে বিশমাইল এলাকায়। নিয়মিত মাদক পাচারের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে পুলিশ। এই ঘটনা আরও একটা বড় সাফল্য।
পিক আপ ভ্যানে করে বিপুল পরিমাণে গাঁজা পাচার, ধৃত দুই
