বিনা চিকিৎসায় কোভিড আক্রান্ত আদিবাসী যুবকের মৃত্যুর অভিযোগকে ঘিড়ে তুমুল উত্তেজনা ছড়ালো জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে।
জলপাইগুড়ি জয়পুর চা বাগানের বাসিন্দা সমীর মুন্ডা নামে বছর ১৮ এর এক যুবক জ্বরে আক্রান্ত ছিলো। বুধবার ভোর ৫ টা নাগাদ তাকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হলে তার কোভিড টেস্ট করালে পজিটিভ রিপোর্ট আসে।
অভিযোগ তখন থেকে সকলা নটা পর্যন্ত টানা ৪ ঘন্টা ধরে তাকে পাশেই কোভিড হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য এম্বুলেন্স ডেকে রোগীকে বিনা চিকিৎসায় সুপার স্পেশালিটি হাসপাতালে ফেলে রাখা হয়। এরপর সকাল ৯ টা নাগাদ তার মৃত্যু হয়।
বিনা চিকিৎসায় মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই চা বাগান থেকে ছুটে আসতে থাকে শ্রমিক পরিবারের লোকেরা ও স্থানীয় পঞ্চায়েত প্রধান সহ অন্যান্যরা। এরপর তারা হাসপাতালে হাসপাতাল সুপার ও ওএসডি কে কাঠগোড়ায় তুলে বিক্ষোভ দেখাতে থাকে। খবর পেয়ে ছুটে আসে পুলিশ। উত্তেজনা চলছে।