মালদাঃ- কুয়ো থেকে উদ্ধার এক ব্যাক্তির মৃতদেহ।মালদহের, হবিবপুর ব্লকের অধিবাসী অধ্যূষিত এলাকায় এক ব্যাক্তি কূয়োতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে বলে জানাযায়। ঘটনাটি ঘটেছে রবিবার সকালে ঘটনার খবর পেয়ে ছুটে আসে হবিবপুর থানার অন্তর্গত হবিবপুর অঞ্চলের জয়ডাঙা গ্রামে। মৃত্যু ব্যাক্তির নাম জার্মান হাসদা,(৪৫) বাড়ি হবিবপুর অঞ্চলের তাজপূর ইংলিশ গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে রবিবার সকালে বাড়ি থেকে দূরে হঠাৎ কূয়োতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে ঐ ব্যক্তি।তরিঘড়ি এলাকার লোকজন ছুটে আসে এবং তাকে উদ্ধারের চেষ্টা করে এলাকাবাসী।কিন্তু অনে চেষ্টার করেও উদ্ধার করতে না পেয়ে খবর দেওয়া হয় হবিবপুর থানার। খবর পেয়ে, তরিঘরি দমকলকে খবর দেয়, এরপর দমকল কর্মীরা প্রায যুদ্ধ কালিন তত পরতাই উদ্ধারের কাজ প্রায় ৭ ঘন্টা পর অবশেষে কূয়ো থেকে মৃতদেহ উদ্ধার হয় মৃতদেহ। পুলিশ সূত্রে জানা যায় ঐ ব্যাক্তি মদ্যপ অবস্থায় সেই কূয়োতে ঝাঁপ দিয়েছে।তবে কি কারনে ঐ ব্যক্তি কূয়োতে ঝাঁপ দিল তার তদন্ত করছে হবিবপুর থানার পুলিশ।
Related Posts
গঙ্গারামপুর শহর মন্ডলের বেলবাড়ি তিন নম্বর ওয়ার্ডে বিজেপির দলীয় কার্যালয় ভাংচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
শনিবার রাত্রে সাড়ে নয়টায় দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহর মন্ডলের বেলবাড়ি তিন নম্বর ওয়ার্ডে বিজেপির দলীয় কার্যালয় ভাংচুরের অভিযোগ উঠল।…
পার্থ চট্টোপাধ্যায়ের মন্তব্য ঘিরে জল্পনা
শারীরিক অসুস্থতার বিষয়টা সামনে এনে জামিনের আবেদন করেন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী | তবে এবার পার্থ চট্টোপাধ্যায়ের উক্তি ঘিরে তৈরি হয়েছে…
আজ সিবিআই জেরার মুখে অনুব্রত মণ্ডল
বুধবার অনুব্রত মণ্ডলের নিরাপত্তারক্ষী দের বাড়িতে হানা দেয় সিবিআই | ঐদিন ভোট-পরবর্তী হিংসা মামলায় সিবিআই অনুব্রত মণ্ডল কে তলব করে…