মালদা-লরি ও ট্রাকটারের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হলেন লরি চালক। মর্মান্তিক পথো দুর্ঘটনা ঘটেছে মালদা জেলা সুজাপুর স্টান সংলগ্ন 34 নম্বর জাতীয় সড়কে বুধবার সকালে। আহত চালকের নাম সাইতান রাজন বয়স 40 বছর। বাড়ি উত্তরপ্রদেশের।আহত চালককে প্রথমে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় সুজাপুর স্বাস্থ্যকেন্দ্রে। সেখান থেকে অবস্থার অবনতি হলে চিকিৎসার জন্য আনা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। স্থানীয় পুলিশ সূত্রে জানা যায় লরি গাড়িটি মালদা থেকে কলকাতার দিকে যাচ্ছিল অপর দিক থেকে কালিয়াচক থেকে মালদার দিকে আসছিল ট্রাকটি। সুজাপুর এর কাছে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়।এই ঘটনার পরে সুজাপুরে 34 নম্বর জাতীয় সড়কে একটি রাস্তা বন্ধ হয়ে পড়ে যান চলাচল। পরে কালিয়াচক থানার পুলিশ এসে কেনে সাহায্যে দুর্ঘটনা গাড়ি দুটিকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। তারপরে যান চলাচল স্বাভাবিক হয়।
Related Posts
ভোটের দিন জেলার কন্ট্রোল রুমে থাকবে কেন্দ্রীয় বাহিনী
এবার থেকে ভোটের দিন জেলার পুলিশ কন্ট্রোলরুমগুলিতে থাকবে কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকরা। কোথায়, কী ধরনের গোলমাল চলছে, তার উপর নজর রাখতেই…
কাজ সেরে বাড়ি ফেরার পথে লরির ধাক্কায় মৃত্যু এক যুবকের
গঙ্গারামপুর:কাজ সেরে বাড়ি ফেরার পথে লরির ধাক্কায় গুরুতর আহত হয়ে মৃত্যু হল এক বাইক আরোহীর।ঘটনায় শোকের ছায়া পরিবার সহ এলাকাজুড়ে।মঙ্গলবার…
রাতের অন্ধকারে ট্রলি তে করে পাচার হচ্ছিল বালি বজরি
রাতের অন্ধকারে ট্রলি তে করে পাচার হচ্ছিল বালি বজরি।গোপন সূত্রে খবর পেয়ে অভিযানে নামে মেটেলি থানার পুলিশ।বজরি ও বোল্ডার ভর্তি…