টানা বৃষ্টিতে ধস নামলো বালি সেতুতে ওঠার রাস্তায়। তড়িঘড়ি মেরামতির কাজ শুরু করেছে পূর্ত দফতর। এই সেতুতে রেল ও সড়ক পথ রয়েছে। সূত্রের খবর, টানা দু দিনের বৃষ্টিতে দক্ষিণেশ্বরের দিক থেকে ওঠার রাস্তার বাঁ দিকে প্রায় ১০০ মিটার অংশের নীচের মাটি সরে যায়। মঙ্গলবার বিষয়টি নজরে আসে ডানলপ ট্র্যাফিক গার্ড ও পূর্ত দফতরের। তারপরেই বুধবার থেকে কাজ শুরু হয়েছে। জানা গিয়েছে অস্থায়ী ভিত্তিতে ওই ধস নামা অংশে শাল খুঁটি পুঁতে তার মাঝে সাদা বালির বস্তা ফেলা হচ্ছে। পূর্ত দফতরের কর্মীরা জানাচ্ছেন, বৃষ্টির জল স্রোতের মত কংক্রিটের রাস্তার উপর দিয়ে বয়ে নীচে পরেছে। তাতেই মাটি আলগা হয়েছে। রাস্তাও ফেলে গিয়েছে। পুলিশের তরফে ওই অংশ ঘিরে দেওয়া হয়েছে। পূর্ত কর্মীরা জানাচ্ছেন, বিষয়টি নজরে না এলে যাত্রী বোঝাই বাস যাওয়ার সময় ওই অংশে উল্টে যাওয়ার সম্ভবনা তৈরি হয়েছিল। অস্থায়ী কাজটি শেষ করতে কয়েক দিন সময় লাগবে।
Related Posts
বনধের মিশ্র প্রভাব ডুয়ার্সের জনজীবনে
বনধের মিশ্র প্রভাব ডুয়ার্সের জনজীবনে।সোমবারের ভারত বনধকে কেন্দ্র করে সিপিএম এবং কংগ্রেসের বিভিন্ন স্থানে জমায়েত লক্ষ্য করা যায়। সোমবার সকাল…
80 ঊর্ধ্ব বৃদ্ধ-বৃদ্ধারা বাড়িতে বসে ভোট দিল বালুরঘাটে
বালুরঘাট, ঃ- আশি ঊর্ধ্ব বৃদ্ধ-বৃদ্ধারা বাড়িতে বসেই ভোট দিলেন বালুরঘাটে। শুক্রবার বালুরঘাট বিধানসভা এলাকায় বৃদ্ধ বৃদ্ধাদের বাড়িতে গিয়ে ভোট নিল…
ভোট পরবর্তী হিংসাতে দাঁতনের মোহনপুরে আক্রান্ত তৃণমূল , বাড়ি ভাঙচুর, আহত ৪
পশ্চিম মেদিনীপুর জেলার মোহনপুর থানার রেমু গ্রামে ভোট পরবর্তী হিংসা অব্যাহত। ভোট পর্ব শেষ হয়ে যাওয়ার পর দলীয় পতাকা ছেরা…