বর্ষার কারনে এই সময় বন জঙ্গল বন্ধ। আর এই সুযোগে বিভিন্ন সময় রাতের বেলায় চোরা কাঠ মাফিয়ারা জঙ্গলে ঢুকে বড় বড় গাছ কেটে পাচার করছে।
এই ভাবেই জঙ্গলের গাছ কেটে পাচার করতে গিয়ে ধরা পরলো এক কাঠ পাচারকারি। মালবাজার ব্লকের তারঘেরা বন দপ্তরের মেচ বস্তি জঙ্গল এলাকার ঘটনা। অভিযুক্তকে বৃহস্পতিবার জলপাইগুড়ি কোর্টে চালান করে তারঘেরা বন দপ্তর।
তারঘেরা বন দপ্তরের রেঞ্জার শুভজিৎ মৈত্র বলেন বুধবার রাতে গোপন সুত্রে খবর পেয়ে
আমাদের বন কর্মিরা মেচ বস্তি এলাকার জঙ্গলের ভেতর থেকে এক কাঠ মাফিয়া কে আটক করে। আমরা জানতে পেরেছি, বুধবার রাতে ৪জনের এক দল মেচ বস্তি এলাকায় একটি শেগুন গাছ কেটে পাচার করছিলো। বন কর্মিরা এক জনকে ধরতে পারলেও বাকি ৩ জন পালিয়ে যায়। বাকিদেরও খোজ চলছে। এদিন অভিযুক্তকে জলপাইগুড়ি চালান করা হয়েছে। আর এরকম অভিযান চলতে থাকবে আমাদের।