কোচবিহার:-আজ থেকে হেভিওয়েট নেতাদের কোচবিহারে নির্বাচনী প্রচার শুরু হয়ে গেল । প্রথম দিনই বিজেপির নির্বাচনী প্রচারে জন্য কোচবিহারের পা দিলেন বলিউড ও টলিউড অভিনেতা মিঠুন চক্রবর্তী । দিনহাটা সাহেবগঞ্জ টেপরাই মাঠে নির্বাচনী প্রচারে অংশ গ্রহন করেন মিঠুন চক্রবর্তী । দিনহাটা বিজেপি প্রার্থী নিশিত প্রমানিক এবং সিতাই বিধানসভার প্রার্থী দীপক কুমার রায় সমর্থনে সভা করেন । দুপুর ১টা সময় হেলিকপ্টারে তিনি নামেন । এরপর জনসভা মঞ্চে অংশগ্রহণ করেন ।বক্তব্যের মধ্যে তিনি রাজ্য তৃনমূল কংগ্রেস কে আক্রমন করেন ।এছাড়া বিজেপি ক্ষমতায় এলে কি কি করবে এই সমস্ত বিষয় তুলে ধরে । জনসভা শেষে কোচবিহার জেলা যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অজয় রায় সহ বেশকিছু তৃণমূল নেতৃত্ব বিজেপিতে যোগদান করেন মিঠুন চক্রবর্তীর হাত ধরে । মিঠুন চক্রবর্তী তাঁর ভাষণে বলেন, ৪৪ বছর শুধু বিরোধীতা হয়েছে ।
বিজেপি শান্তি ফিরিয়ে আনবে ।আর কেউ যদি অশান্তি করে এভাবে পালিয়ে যায় তাহলে তাদের চাঁদ থেকে খুঁজে নিয়ে আসা হবে ।৩৪ বছর ও ১০ বছরে কোনো উন্নয়ন হয়নি । বিজিপি ভারতবর্ষের জাতীয় উন্নয়ন করেছে পশ্চিমবঙ্গের কাজ করবে । আর আমরা বেশি কথা বলি না যতটুক করতে পারব ততটাই বলি ।পরিবর্তন শুধু এখন সময়ের অপেক্ষা । জনসভা শেষ করে তিনি তুফানগঞ্জ এর উদ্দেশ্যে রওয়ানা দেন হেলিকপ্টারে করে । তুফানগঞ্জ বিজেপি প্রার্থী মালতি রাভা রায় ও নাটাবাড়ি বিধানসভায় বিজেপি প্রার্থী মিহির গোস্বামী সমর্থনে রোড শো করেন।