গঙ্গারামপুর: ৮ বছরের এক শিশু কন্যাকে খাবারের লোভ দেখিয়ে যৌন নিগ্রহের অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে।ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করলো গঙ্গারামপুর থানার পুলিশ।রবিবার ধৃত ওই ব্যক্তিকে তিনদিনের পুলিশি হেফাজতে চেয়ে গঙ্গারামপুর মহকুমা আদালতে পাঠিয়ে পুরো ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।পুলিশ জানিয়েছে ধৃত ওই ব্যক্তির নাম নেপাল সূত্রধর(৪০)।বাড়ি গঙ্গারামপুর থানা এলাকায়।জানা গেছে বেশকিছু ধরেই খাবারের লোভ দেখিয়ে ওই শিশুকে যৌন নিপীড়ন করে আসছিল ওই ব্যক্তি।শনিবার ফের ওই শিশুকে খাবারের লোভ দেখিয়ে একটি ফাঁকা বাড়িতে নিয়ে গিয়ে যৌন নিগ্রহের চেষ্টা করে বলে অভিযোগ।বিষয়টি পরিবার ও স্থানীয়দের নজরে আসতেই ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায়।ঘটনার পরে এদিন শিশুটির মা গঙ্গারামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।এরপরেই গঙ্গারামপুর থানার পুলিশ ওই ব্যক্তিকে গ্রেফতার করে।রবিবার ধৃতকে গঙ্গারামপুর মহকুমা আদালতে পাঠিয়ে পুরো ঘটনা খতিয়ে দেখছে গঙ্গারামপুর থানার পুলিশ।
