জঙ্গিপুরে তৃণমূল প্রার্থী জাকির হোসেনের সমর্থনে জনসভা শেষ করে , তৃণমূল কংগ্রেস প্রার্থী আমিরুল ইসলামের সমর্থনে ভোট প্রচারে সামসেরগঞ্জে এলেন রাজ্যের পরিবহন ও আবাসন মন্ত্রী ফিরহাদ হাকিম। সোমবার সামসেরগঞ্জের ভাসাইপাইকর হাইস্কুল মাঠে জনসভা করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন জঙ্গিপুর জেলা তৃণমূল সভাপতি সাংসদ খলিলুর রহমান, বিদ্যুৎ প্রতিমন্ত্রী মোহাম্মদ আখরুজ্জামান, তৃণমূলের মুর্শিদাবাদ জেলা চেয়ারম্যান আবুতাহের খান, ফরাক্কার বিধায়ক মনিরুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ। এদিকে করোনা বিধিকে সামনে রেখে নির্বাচন কমিশনের নির্দেশ মেনে এক হাজার কর্মী সমর্থক নিয়েই সভা অনুষ্ঠিত হয়। প্রবেশ পথে সকলকে দেওয়া নির্দিষ্ট স্লিপ ও হাতে স্যানিটাইজার এবং মুখে মাস্কের পাশাপাশি সভা স্থলেও সামাজিক দূরত্ব বজায় রাখা হয়।
তৃণমূল প্রার্থী হয়ে সামশেরগঞ্জ ভোট প্রচারে ফিরহাদ হাকিম
